ডার্ক মোড
Wednesday, 22 May 2024
ePaper   
Logo
জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত

জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি

শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস ২০২৪ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বুধবার (০১ মে) সকাল সাড়ে ৯ টায় শহরের বাজলা স্কুল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণের একটি র‌্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের নেয্যদাবী আদায়ে সকল শ্রমিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সাথে মালিকদের যেন ক্ষতি না হয় সেদিকটাও শ্রমিকদের লক্ষ রাখতে হবে, তহলেই মলিক ও শ্রমিকের মধ্যে ভ্রাতৃত্ব আসবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন