ডার্ক মোড
Friday, 24 January 2025
ePaper   
Logo
সিরাজগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুর থেকে জুলমাত প্রমানিক (৫৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশের সদস্যরা।

মঙ্গলবার(২০সেপ্টেম্বর) সকালে ১০ টার সময় উপজেলার মুকুন্দগাঁতী গ্রামের মতিন সরকার নামের এক ব্যক্তির পুকুর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার চনন্দগাঁতী নতুন পাড়া গ্রামের বাসিন্দা।

নিহতর মেয়ে আমেনা খাতুন বলেন, আমার বাবা শারীরিক ভাবে অসুস্থ। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরতেন। কিন্তু গতকাল সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসে নাই। রাতেই বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজি করে কোথাও বাবার সন্ধান পাইনি। মঙ্গলবার সকালে জানতে পারি মুকুন্দগাঁতী গ্রামের মতিন সরকারের পুকুরে আমার বাবার লাশ ভেসে উঠেছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, জুলমাত প্রমানিক বেলকুচির বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন।মঙ্গলবার সকালে স্থানীয়রা মতিন সরকারের পুকুরে লাশ ভাসতে দেখে থানায় সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে । প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পুকুরে গোসল করতে নেমে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার থেকে যদি কোনো অভিযোগ না করে তাহলে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন