ডার্ক মোড
Friday, 24 January 2025
ePaper   
Logo
পিরোজপুরে আ. লীগ নেতার বিরুদ্ধে রাস্তা কাটার অভিযোগে মানববন্ধন

পিরোজপুরে আ. লীগ নেতার বিরুদ্ধে রাস্তা কাটার অভিযোগে মানববন্ধন

পিরোজপুর সদর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল করিমের বিরুদ্ধে চলাচলের রাস্তা কেটে ৩ বছর ধরে ৩৫টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইন্দুরকানি ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম, জামায়াত নেতা শাহারুল আলম, বিএনপি নেতা ইব্রাহিম মাতুব্বরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, "আমি প্রায় ৫০ বছর ধরে এই রাস্তাটি দিয়ে লোকজনকে চলাচল করতে দেখছি। কিন্তু বিগত সরকারদলীয় নেতা আব্দুল করিম রাস্তাটির একটি অংশ নিজের দাবি করে তা বন্ধ করে দেন।"

ভুক্তভোগী আ. রশিদ সেখ জানান, বাপ-দাদার আমল থেকে এই রাস্তাটি আমাদের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু করিম মিয়া জোর করে এটি বন্ধ করে দিয়েছে। যেকারণে আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না।

কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয়। কেউ মারা গেলে তাকে জানাজা পড়াতেও সমস্যা হয়।

স্থানীয় বাসিন্দা আমজেদ আলী সেখ বলেন, গত বর্ষার সময় আমাদের বাড়ির একজন মানুষ মারা গেলে জানাজায় ইমাম আনতে কলাগাছের ভেলা বানিয়ে যেতে হয়েছিল। করিম মিয়ার ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না।

আরেক ভুক্তভোগী রওশন আরা বেগম বলেন, এটি শত বছরের ব্যবহৃত রাস্তা। করিম মিয়া দলীয় প্রভাব খাটিয়ে রাস্তা কেটে ফেলেছেন। আমরা চাই, এই রাস্তা পুণঃনির্মাণ করা হোক। তাই আমরা সবাই মানববন্ধনের মাধ্যমে দাবি জানিয়েছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন