মুন্সীগঞ্জে ৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক মাদক বিরোধী অভিযানে ৯ বোতল বিদেশী মদসহ মো. লিয়াকত হোসেন খান (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর রাত ২টার দিকে লৌহজং থানার পুলিশ দক্ষিণ মশদগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
লৌহজং থানার ওসি মো. হারুন আর রশিদ জানান, মঙ্গলবার ভোর রাতে মশদগাও গ্রামের এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের আব্দুল ছাত্তারের পুত্র মো. লিয়াকত হোসেন খান (৩৭)-কে ৯ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার করা হয়। তার বাড়ির টিনের ঘরের উত্তর পাশের বারান্দার পূর্ব দিকের খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় মদগুলো পাওয়া যায়। এর মধ্যে ৮ বোতল হুইস্কি ও ১ বোতল ভদকা রয়েছে। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ ৬ লিটার ৭৫০ মিলিলিটার। যার বাজারমূল্য প্রায় ৩৬,০০০ টাকা।
ওসি আরও জানান, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এরই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।