ডার্ক মোড
Tuesday, 30 April 2024
ePaper   
Logo
সিরাজগঞ্জে কৃষক হত্যার রহস্য উদঘাটন গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে কৃষক হত্যার রহস্য উদঘাটন গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের গুনাইগাঁতী গ্রামের কৃষক সাইদুর রহমান রঞ্জু (৪০) চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ। এ সময় হত্যার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গুনাইগাঁতি গ্রামের মোঃ আব্দুল কাশেম প্রামানিকের ছেলে মোঃসোহেল রানা (২৬), মোঃগোলজার হোসেনের ছেলে মোঃ আব্দুল মোমিন (৩০),মোঃসাহেব আলীর ছেলে মোঃ আলাউদ্দিন প্রামানিক (১৯)। এ সময় গ্রেপ্তার হওয়া আসামি আব্দুল মোমিনের বাড়ি থেকে নিহত রঞ্জুর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃআরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার) এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার মোঃআরিফুর রহমান মন্ডল জানান, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে সাইদুর রহমান রঞ্জু ধান ভাঙ্গানোর বকেয়া টাকা পরিশোধের জন্য বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ১০ টার সময় নিহতের স্ত্রী বুলবুলি খাতুনের মোবাইলে ফোন আসে। তিনি ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে ভেসে আসে অপরিচিত কন্ঠ। তার পরিচয় জানতে চাইলে ফোনের লাইন কেটে দিয়ে বন্ধ করে রাখে ফোন। পরের দিন (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নিহত সাইদুর রহমান রঞ্জুর ফোন থেকে স্ত্রী বুলবুলিকে ফোন করে বলা হয় এবং ১লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পরিবারের লোকজন টাকা সংগ্রহ করা অবস্থা প্রতিবেশী পাশের কুমার ব্রীজের পাশে রঞ্জুর লাশ ভাসতে দেখে। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এঘটনায় উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়ে। তবে এ হত্যা মামলা কোন ক্লু ছিলনা। পরে নিবিড় পর্যাবেক্ষনে মাধ্যমে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়।

উল্লেখ্য, গত (২৭ সেপ্টেম্বর) সোমবার সিরাজগঞ্জর উল্লাপাড়ায় নিখোঁজের দুই দিন পর সাইদুর রহমান ওরফে রঞ্জু (৪০) নামে এক কৃষকের মরদেহ মোহনপুর ইউনিয়নের গোহালা নদীর কুমার ব্রিজের পাশ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন