ডার্ক মোড
Friday, 18 October 2024
ePaper   
Logo
সার প্রকল্পের ৬৭ লাখ টাকা হিসাবরক্ষকের পকেটে

সার প্রকল্পের ৬৭ লাখ টাকা হিসাবরক্ষকের পকেটে

নিজস্ব প্রতিবেদক

৬৭ লাখ ৭৭ হাজার ১২০ টাকা আত্মসাতের অভিযোগে শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের সাবেক প্রধান হিসাবরক্ষক খোন্দকার মুহাম্মদ ইকবালের বিরুদ্ধে চার্জশিট অনুমোদান দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ জুলাই) কমিশন থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।

চার্জশিটে তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. ইকরাম হোসেন জেনসন আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ এনেছেন।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামি খোন্দকার মুহাম্মদ ইকবাল কর্তৃক প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে নির্মাণ কাজ, দাপ্তরিক কাজ সম্পাদন ও ভ্রমণ ভাতা বিলের নামে ভুয়া বিল তৈরি করেছেন। শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের অনুকূলে ১৭টি ভুয়া বিলের মাধ্যমে জনতা ব্যাংক লি. থেকে ১৭টি চেকের মাধ্যমে ৬৭ লাখ ৭৭ হাজার১২০ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন