ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
সার্বিয়া থেকে কেনা গোলাবারুদের বীমা ছিল : পররাষ্ট্র সচিব

সার্বিয়া থেকে কেনা গোলাবারুদের বীমা ছিল : পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, গ্রিসে বিধ্বস্ত কার্গো উড়োজাহাজে করে যেসব সামরিক রসদ বাংলাদেশে আসছিল, সেগুলো বীমার আওতায় থাকায় আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন বলেন, ‘সাধারণত এ ধরনের মালামাল পরিবহণের সময় বীমা করা থাকে। এদিক থেকে আমরা নিরাপদ আছি।’

এসব রসদ আনতে বাংলাদেশের কত খরচ হয়েছে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘এগুলো যারা এনেছেন তাদের কাছ থেকে আমাদের জানতে হবে। তবে, এগুলোর ইন্সুরেন্স করা আছে। সো উই আর কভার্ড।’

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, বিষয়টি দুর্ঘটনা নাকি নাশকতা—তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, এটা দুর্ঘটনা। গ্রিস কর্তৃপক্ষ হয়ত বলতে পারবে, যেহেতু এটা গ্রিসে ভূপাতিত হয়েছে। সুতরাং, সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা অন্য কিছু হয়েছে সেটা গ্রিকরা বলতে পারবে।

পররাষ্ট্র সচিব বলেন, ‘চুক্তিটা কী রকম ছিল বা সেখানে আমাদের জানানোর ব্যাপার ছিল কি-না, সাপ্লায়ার যারা আছে, তারাই হয়ত ব্যবস্থা করেছে। ডিটেইলগুলা…আমরা এক্ষুণি খবরটা পেলাম। গ্রিসের পাশাপাশি ইতালিতে বাংলাদেশ দূতাবাসকে এ বিষয়ে কাজ করছে।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন