ডার্ক মোড
Sunday, 31 August 2025
ePaper   
Logo
ভারতে আকস্মিক বন্যায় নিহত চার, নিখোঁজ শতাধিক

ভারতে আকস্মিক বন্যায় নিহত চার, নিখোঁজ শতাধিক

বিশ্ব সংবাদ ডেস্ক 

ভারতের উত্তরাখন্ড রাজ্যে আকস্মিক বন্যায় অন্তত চারজন নিহত হয়েছেন। বানের তোড়ে অসংখ্য বাড়িঘর ভেসে গেছে। এই দুর্যোগে এখন পর্যন্ত শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) হিমালয় পাদদেশে অবস্থিত উত্তরাখন্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় টেলিভিশন চ্যানেলর বরাত দিয়ে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে, পাহাড়ি ঢাল বেয়ে প্রবল বন্যার পানি নেমে এসে এই হতাহতের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে, অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছেন।

ঘটনার সময় ধারণ করা এক ভিডিওতে দেখা গেছে, আকস্মিক বন্যায় সড়কের ওপর থাকা মানুষজনসহ সবকিছু ভেসে যাচ্ছে। ভয় ও আতঙ্কে মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছে।

গ্রামের বহু মানুষ একটি উৎসব উপলক্ষে মন্দিরে জড়ো হয়েছিলেন। ওই সময়েই প্রবল বেগে ধেয়ে আসা বানের পানি সেখানে আঘাত হানে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সঞ্জয় শেঠ দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, এ ঘটনায় এখনো ৪ নিহতের খবর পাওয়া গেছে। তবে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেন, যু্দ্ধকালীন প্রস্তুতি নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আকস্মিক ও তীব্র মেঘ বিষ্ফোরণের (ক্লাউডবার্স্ট) কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরাখন্ডের কিছু এলাকায় প্রায় ২১ সেন্টিমিটার পর্যন্ত ‘অতি ভারী’ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাতভর বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে। তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ সড়ক ধসে পড়ায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

বুধবার (৬ আগস্ট) উত্তরাখন্ডের নদীগুলোতে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। ফলে এসব এলাকায় নতুন করে ভূমিধস ও দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে।

ভারতের কেন্দ্রীয় পানি কমিশন জানিয়েছে, পাঁচটি স্থানে চারটি নদী ‘চরম বন্যা পরিস্থিতিতে’ রয়েছে।

ভারতের সেনাবাহিনীর মুখপাত্র সুনীল বার্তওয়াল জানান, উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। যারা এখনও আটকে রয়েছেন, তাদের খুঁজে বের করে সরিয়ে নিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘সহায়তা দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি রাখা হচ্ছে না।’

সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে ভারতে প্রাণঘাতী বন্যা ও ভূমিধস সাধারণ ঘটনা হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু সংকট ও নগরায়নের কারণে এসব দুর্যোগের ঘনত্ব ও তীব্রতা দিন দিন বেড়ে চলেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন