ডার্ক মোড
Sunday, 19 May 2024
ePaper   
Logo
সান্তাহারে বাজার মনিটরিংয়ে নির্বাহী কর্মকর্তা

সান্তাহারে বাজার মনিটরিংয়ে নির্বাহী কর্মকর্তা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ (২ এপ্রিল) শনিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারের নেতৃত্বে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৭টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা সাড়ে ১১ টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা টুকটুক তালুকদার।

শনিবার উপজেলার সান্তাহার পৌর শহরের দৈনিক বাজার ও রেলগেইট এলাকায় মুদির দোকান, কাঁচা বাজার , মুরগি ও তরমুজের দোকানে বাজার মনিটরিং করার সময় মূল্য তালিকা না টাঙানো, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭টি দোকানের মালিককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় দৈনিক বাজারে জয় ট্রেডার্সকে ৫০০০, মা ভ্যারাইটি স্টোরকে ৩০০০, শ্রীকৃষ্ণ ভান্ডারকে ৩০০০ টাকা, ফজলু স্টোর ২০০০ টাকা, দীপেন ভ্যারাইটি স্টোর ২০০০ টাকা, সাদিয়া স্টোর ২০০০ টাকা ও সান্তাহার রেলগেটের তরমুজ দোকানদার রিফাতকে ৫০০০ টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, বগুড়ার কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক আবু তাহের ও থানা পুলিশ সদস্যরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন