ডার্ক মোড
Friday, 03 January 2025
ePaper   
Logo
সাত খুনের পর নতুন জ্যাকেট কিনে ডিম খিচুড়ি খায় ইরফান

সাত খুনের পর নতুন জ্যাকেট কিনে ডিম খিচুড়ি খায় ইরফান

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ খুনের দায়ে আটক মো. ইরফান খুন করে যাওয়ার সময় নতুন জামা কিনে তা পরে ডিম খিচুড়ি খেয়েছিলেন।

৩০ ডিসেম্বর সোমবার রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিক। তিনি বলেন, আমরা ইরফানের দেয়া তথ্য মতে ঘটনার সাথে সম্পৃক্ত সকল স্থানসহ সব কিছুই উদঘাটন করছি। রিমান্ড চলছে এবং রিমান্ড শেষেই সব জানানো হবে। এদিন রাত ৯টায় নৌপুলিশ ইরফানকে গাড়ি করে নিয়ে আসেন চাঁদপুর পৌরসভা রোডে। সেখানে সে যে দোকানে ডিম খিচুড়ি খান এবং নতুন জামা কেনে তা দেখিয়ে দেন। এ সময় ইরফানকে দেখতে উৎসুক জনতার ভিড় লেগে গেলে নৌপুলিশ প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে ইরফানকে গাড়িতে উঠিয়ে স্থান ত্যাগ করে।

এ বিষয়ে রাস্তার পাশের হক বিরিয়ানি দোকানের মালিক মো. সবুজ বলেন, এই ছেলেটি এসে বলে, কম দামে কী পাওয়া যায়? আমি বললাম, ৫০টাকা দিয়ে আমার দোকানে ডিম খিচুড়ি রয়েছে। পরে সে সেটি খেতে চাইলে আমি সুন্দর মতো প্লেটে বেড়ে দেই। কিন্তু তখন বুঝতে পারিনি এই। ছেলেই এতো বড়ো খুনের ঘটনা ঘটিয়ে এসেছে।

এ সময় জনতা ক্লথ স্টোরের মালিক মো. মাসুদ মিয়া বলেন, শীতে কাতরাতে কাতরাতে এই ছেলে এসে একটি জ্যাকেট কিনতে চায়। পরে ৯৩০ টাকা দিয়ে আমার দোকান থেকে সে জ্যাকেটটি ক্রয় করে। ধরা পড়ার সময়ও আমার দোকানের জ্যাকেটটিই তার গায়ে ছিলো। কিন্তু সে যে এতো বড়ো ঘটনা ঘটিয়ে এসেছিলো তা বুঝিনি। এর আগে ২৫ ডিসেম্বর র‍্যাবের হাতে আটক হয় ইরফান। ওই দিন বিকেলে আদালতে সোপর্দ করলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন