ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
সাতক্ষীরা জান্নাতুল সাউথ-সাউথ ফেমিনিস্ট লার্নিং ক্লাইমেট স্যামিটে যোগ দিতে থাইল্যান্ড গমন

সাতক্ষীরা জান্নাতুল সাউথ-সাউথ ফেমিনিস্ট লার্নিং ক্লাইমেট স্যামিটে যোগ দিতে থাইল্যান্ড গমন

সাতক্ষীরা প্রতিনিধি

জাতিসংঘের জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ক্লাইমেট চেইঞ্জ কনফারেন্স-২০২২ অনুষ্ঠিত হবে মিশরে। গত বছর মিশরের পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালের কপ-২৭ সম্মেলন তারা দেশটির লোহিত সাগর উপকূলীয় পর্যটন কেন্দ্র শারম আল-শেখে আয়োজন করবে।

কপ-২৭ কে সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককে আগামী ৩ ও ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ-সাউথ ফেমিনিস্ট লার্নিং ক্লাইমেট স্যামিট। যেখানে দক্ষিণ এশিয়ার নারীদের জলবায়ু নায্যতার দাবিতে বিশ্বের ১৩টি দেশের নারী প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন সাতক্ষীরার কালিগঞ্জে অবস্থিত "বিন্দু নারী উন্নয়ন" সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া।

তিনি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নারীদের কী ধরণের সমস্যার সম্মুখিন হতে হচ্ছে সেই বিষয়সমূহ তুলে ধরবেন।

ইতোপূর্বে জান্নাতুল মাওয়া ২০২১ সালে ক্লাইমেট চ্যাম্পিয়ন এ্যাওয়ার্ড-এ ভূষিত হন। ইউএন ওমেন আয়োজিত ওই অনুষ্ঠানে চেয়ারপারর্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

একশান এইড বাংলাদেশ তাকে ক্লাইমেট চ্যাম্পিয়ান হিসেবে স্বীকৃতি এবং তিনি ক্লাইমেট ফটোগ্রাফি এ্যাওয়ার্ডও পেয়েছেন।

জান্নাতুল মাওয়া ২০১৯ সাল থেকে সপ্তাহের প্রতি রোববার সানডে ফর উইম্যান ক্লাইমেট জাস্টিস নামে ধর্মঘট পালন করেন, যেটি একটি জাতীয় মুভমেন্টে পরিণত হয়েছে।

এই মুভমেন্ট মূলত নারীদের জলবায়ু সু-বিচারের দাবিতে করা হয়। রোববার (২ অক্টোবর) দুপুর ২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন বলে জানা গেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন