ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
বরিশালে ছারছিনা পীর,আশেকে রাসুল হয় আমলে মুখে বললে হয় না

বরিশালে ছারছিনা পীর,আশেকে রাসুল হয় আমলে মুখে বললে হয় না

বরিশাল ব্যুরো

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেছেন- আমরা সবাই মুসলমান। আমাদের দেশের প্রায় ৯৫% লোকই মুসলমান। অথচ সমাজের দিকে লক্ষ্য করলে প্রতীয়মান হয় আমরা কোন রাজ্যে বসবাস করছি। গোটা সমাজ আজ অশ্লীলতা, বেহায়াপনাসহ আরও বিভিন্ন ধরণের কুসংস্কারে ছেয়ে গেছে। এর একমাত্র কারণ হলো আমাদের মধ্যে নেক আমলের বড়ই অভাব। নিজে আমলের ধার ধরেনা এবং পরিবারকে ও অন্যদেরকে আমলের দিকে উৎসাহিত করেনা। আবার সমাজে একদল আলেম আছে যারা সমাজে আমল নিয়ে বিভ্রান্তি ছড়ায়।

তারা বিভিন্ন নেক আমল ও মুস্তাহাব আমলকে ছোট করে দেখে অর্থ্যাৎ বিদ্বেষ ছড়ায়। তাদের থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন- ‘মুখে আশেকে রাসূল বললে আশেকে রাসূল হওয়া যায় না, আশেকে রাসূল হয় আমলের মাধ্যমে’।
গতকাল পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাধীন সুবিদখালি দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর স্মরণে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় বর্তমান পীর এসব কথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা বোরহান উদ্দীন ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা হায়দার হুসাইন, মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন