ডার্ক মোড
Friday, 24 January 2025
ePaper   
Logo
সাতক্ষীরায় মেডিকেল কলেজের অধ্যক্ষের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় মেডিকেল কলেজের অধ্যক্ষের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.রুহুল হকের বিচারের দাবিতে মানববন্ধন অনুস্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের আয়োজনে “দুর্নীতি মুক্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সাবেক ছাত্রলীগনেতা শেখ মারুফ হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক আমিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন।

এসময় আরও বক্তব্য রাখেন, কমরেড আদিত্য মল্লিক, জেলা ভ’মিহীন সমিতির সভাপতি কওছার আলী, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংবাদিক মেহেদী আলী সুজয় প্রমুখ।

বক্তারা এসময় দুর্নীতিবাজ অধ্যক্ষ ডা: রুহুল কুদ্দুসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে মেডিকেল কলেজের নিয়োগকৃত ২২ জন সেবা কর্মী থেকে ৬ জন নিরাপদ করোনা যোদ্ধাকে চাকরি চুত্য করেন। নিয়োগ জালিয়াতি, হাইকোর্টেও আদেশ অমান্য,অবৈধভাবে ২৯ জন কর্মচারীর বেতন বিল পাশ করানো, ২২জন সেবা কর্মীর প্রতি মাসে ৪হাজার ১শ ৩০ টাকা কেটে নেওয়া, ওএসডি হলেন ডা. শেখ কুদরত ই খুদা, ৪র্থ শ্রেণির কর্মচারী ব্যবহার করে চিকিৎকদের কোয়ার্টারসহ সকল দুর্নীতি তুলে ধরেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন