ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
সাতক্ষীরার হিজলদি সীমান্ত থেকে তিন নারী আটক

সাতক্ষীরার হিজলদি সীমান্ত থেকে তিন নারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি সীমান্ত থেকে তিনজন বাংলাদেশী নাগরিক আটক হয়েছেন। আটককৃতদের মধ্যে তিনজনই নারী।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল তাদের আটক করেন। আটককৃতরা হলেন—শেরপুর জেলার নওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মোঃ মনিরের কন্যা মোছাঃ মনিকা খাতুন (২১), মোছাঃ রিতু আক্তার সুমাইয়া (১৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মহিষপুর গ্রামের মোহন মিয়ার কন্যা মোছাঃ মরিয়ম আক্তার জুলি (১৫)। গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৬ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর নামক স্থান হতে ওই তিনজন নারীকে আটক করে বিজিবি।

ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,

আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন