নবাবগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়লো ১১শ' মুরগীর বাচ্চা
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রাতের আধারে একটি পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে প্রায় ১১শ' মুরগীর বাচ্চা পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে।
আগুনের ঘটনায় ফার্মের মালিক শাহজাহান মাতবর(৫৯) মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গালিমপুর মিয়াহাটি গ্রামের শাহজাহান মাতবরের পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।
আগুনের ফলে ফার্মের মুরগীর বাচ্চাসহ আংশিক অবকাঠামো পুড়ে মোট আড়াই লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ফার্ম মালিক। এ সময়ে আগুন নেভাতে গিয়ে ফার্ম মালিকের ছেলে সাজ্জাদ হোসেন দিপু(২১) আগুনে দগ্ধ হয়েছেন।
ফার্ম মালিক মো. শাহজাহান মাদবর জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে ফার্মে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশী গিয়াস উদ্দিন ও তার স্ত্রী। এ সময়ে মাঝ রাতে তারাই আমাদেরকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পাশের পুকুরে থাকা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যান। ততক্ষণে ফার্মে থাকা ১১শ মুরগীর বাচ্চা আগুনে পুড়ে মারা যায়।
তিনি আরও জানান, শত্রুতাবশত: অজ্ঞাত দুর্বৃত্তরা আমার গড়ে তোলা মুরগীর ফার্মে আগুনে দিয়েছে। এতে ফার্মের মুরগীর বাচ্চাসহ আংশিক অবকাঠামো পুড়ে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।
হাসপাতালে চিকিৎসাধীন আহত সাজ্জাদ হোসেন দিপু জানান, গত এক বছর যাবৎ আমরা বাড়ির পাশে পুকুর পাড়ে মুরগী লালন পালন করে বিক্রি করে আসছি। গত ১৩ জানুয়ারি ফার্মে ১১শ ব্রায়লার জাতের কাজী কোম্পানির মুরগীর বাচ্চা পালন করে আসছিলেন। সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রতিবেশী গিয়াস উদ্দিন ও তার স্ত্রী ডেকে তুললে আমরা দেখতে পাই ফার্মে আগুন লেগেছে। এ সময়ে আগুনের লেলিহান শিখা থেকে মুরগীর বাচ্চা বাঁচাতে গিয়ে হাতে কয়েকটা অংশে দগ্ধ হয়।পরে চিকিৎসা সেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি।
তদন্তে আসা নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। একাধিক বিষয় মাথায় রেখে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।আশাবাদী রহস্য উন্মোচন করা যাবে।