ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
ভারতে দলিত কিশোরীকে ৫ বছর ধরে ৬৪ জন মিলে ধর্ষণের অভিযোগ

ভারতে দলিত কিশোরীকে ৫ বছর ধরে ৬৪ জন মিলে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বাসিন্দা এক ১৮ বছর বয়সী দলিত কিশোরীকে গত পাঁচ বছর ধরে ৬৪ জন পুরুষ যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তার বয়স যখন মাত্র ১৩ বছর ছিল, তখন থেকেই যৌন নিগ্রহের শিকার হতে শুরু করে।

পুলিশ এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা পুলিশ হেফাজতে থাকায় তাদের কোনও বক্তব্য প্রকাশ্যে আসেনি। পুলিশ বলছে, অভিযুক্তদের বয়স ১৭ থেকে ৪৭ বছর পর্যন্ত এবং তাদের মধ্যে আছে ওই কিশোরীর প্রতিবেশী, তার খেলার প্রশিক্ষক এবং বাবার বন্ধুরাও। অভিযুক্তদের মধ্যে প্রথম নামটি ওই কিশোরীর প্রতিবেশী এবং তার ছোটবেলার বন্ধুর।

এক সরকারি কর্মসূচির আওতায় কয়েকজন মনোবিদ ওই কিশোরীর বাড়িতে গিয়েছিলেন। তখনই পুরো ঘটনা জানা যায়। পতনমথিট্টা জেলার পুলিশ সুপার নন্দকুমার এস বিবিসিকে বলেছেন, এখন পর্যন্ত ১৮টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে দলিত শ্রেণির মানুষের বিরুদ্ধে হওয়া অপরাধ-রোধী আইন এবং শিশু-কিশোরদের ওপর যৌন নিগ্রহ রোধ আইনের মামলাও রয়েছে।

পুলিশি তদন্ত এখনও চলছে। যে কারণে পরবর্তীতে আরও নতুন মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনা তদন্তে ২৫ সদস্যের একটি দল গঠন করেছে রাজ্য সরকার।

• ছোটবেলার বন্ধুই প্রথম নির্যাতন চালায়

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ মিনিট বলছে, ওই কিশোরী যখন ১৩ বছর বয়সী ছিল, তখনই প্রথমবার সে যৌন নিগ্রহের শিকার হয়। তার পাড়ার ছোটবেলার এক বন্ধুই তাকে প্রথম যৌন নিগ্রহ করে এবং সেই ঘটনার কিছু ছবিও তুলে রাখে সে। এই বন্ধুর নামই অভিযুক্তদের তালিকায় এক নম্বরে আছে।

পতনমথিট্টা জেলার ক্রাইম ব্রাঞ্চের মুখপাত্র সঞ্জীব এম বিবিসিকে বলেন, ‘‘প্রথম অভিযুক্তের মোবাইলে যৌন নিগ্রহের প্রমাণ পাওয়া গেছে। এই ভিডিও দেখিয়েই সে কিশোরীকে ব্ল্যাকমেইল করে যৌন নিগ্রহ চালাত। আবার তার বন্ধুদের কাছেও নিয়ে যেত কিশোরীটিকে।’’

পরবর্তীতে ওই কিশোরীর ১৬ বছর বয়সে সেই বন্ধুই আবারও যৌন নিগ্রহ করে। এবার সেই যৌন নিগ্রহের ভিডিও করে সেটা কয়েকজনের সঙ্গে শেয়ার করে দেয় ওই প্রতিবেশী। সেসব ব্যক্তিরা পরবর্তী কয়েক বছর ধরে যৌন নিগ্রহ চালাতে থাকে।

• ক্রীড়া প্রশিক্ষকও যৌন নিগ্রহ চালায়

জেলা শিশু-কিশোর কল্যাণ কমিটির প্রধান ও আইনজীবী এন রাজীব বিবিসিকে বলেছেন, যৌন নিগ্রহের শিকার হওয়া ওই কিশোরী একজন অ্যাথলেট। খেলার জন্য নানা শিবিরে তাকে যেতে হতো। সেখানেও যৌন নিগ্রহের শিকার হতে হয় তাকে।

পুলিশ বলছে, গত পাঁচ বছরে ওই কিশোরীকে অন্তত তিনবার গণ-ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। তদন্তকারীরা বলছেন, ওই কিশোরীর ছোটবেলার যে বন্ধু প্রথমবার তাকে যৌন নিগ্রহ করেছিল, সে অন্তত একবার গণ-ধর্ষণেও হাজির ছিল।

অভিযোগ, ওই কিশোরী প্রথমবার গণ-ধর্ষণের শিকার হন তার বাড়ির পাশেই।

সঞ্জীব এম বিবিসিকে বলেছেন, অভিযুক্তরা ওই কিশোরীর বাবার ফোন নম্বরে কল করত এবং সে তাদের সবার নম্বর ওই ফোনেই সেভ করে রেখেছিল। বাবার ফোনে আসা এরকম ৪০ জন অভিযুক্তের কল সে সেভ করে রেখেছিল। ওই ফোন থেকে তথ্য যোগাড় করেই পুলিশ এখন বাকি অভিযুক্তদের সন্ধান করছে।

• যেভাবে ঘটনা জানা গেল

ওই কিশোরীর পরিবার অবশ্য গোটা ঘটনার কিছুই জানত না। গত মাসে যখন ওই কিশোরীর বাড়িতে কয়েকজন মনোবিদ যান, তখনই ব্যাপারটা জানা যায়। ওই মনোবিদরা শিশু-কিশোর কল্যাণ কমিটিকে জানায় ঘটনাটি।

শিশু-কিশোর কল্যাণ কমিটির প্রধান ও আইনজীবী এন রাজীব বলছিলেন, কুটুম্বশ্রী স্নেহিতা নামের একটি সরকারি কর্মসূচির আওতায় কয়েকজন কাউন্সেলর বিস্তারিত পারিবারিক তথ্য যোগাড় করছিলেন। পরিবারগুলোকে পরামর্শ দেওয়া হয়ে থাকে যে, নিজেদের সমস্যাগুলো কীভাবে মোকাবিলা করতে হবে।

‘‘যৌন নিগ্রহের শিকার এই কিশোরী যখন তার স্কুলের কথা বলতে চাইছিল, তখন সে জেদ ধরে যে কোনও একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলবে। ওই মনোবিদ-কাউন্সেলর সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেন।’’

তিনি বলেন, তার মানসিক কাউন্সেলিং করা হচ্ছে এখন। সে মনোবিদের সামনে মুখ খুলছে, ১৩ বছর বয়স থেকে কীভাবে সে যৌন নিগ্রহের শিকার হয়েছে, তা জানাচ্ছে। কিশোরীটি যখন তাদের সঙ্গে কথা বলছিল, তখন তার মা বাইরে অপেক্ষা করছিলেন।

সাধারণত শিশু-কিশোর কল্যাণ কমিটিগুলো স্থানীয় থানায় এ ধরনের ঘটনার খবর জানিয়ে দেয়। তবে রাজীব বলেন, আমাদের মনে হয়েছিল যে এটা অনেক গুরুতর ঘটনা। তাই আমি সরাসরি জেলার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করি। নিরাপত্তার খাতিরে একটি শিশু-কিশোর হোমে তাকে এবং তার মাকে রাখা হয়েছে।

• নারী অধিকার সংগঠনগুলো কী বলছে?

নারী অধিকার সংগঠন সখীর আইনজীবী সন্ধ্যা জনার্দন পিল্লাই বিবিসিকে বলেছেন, এই ঘটনা প্রমাণ করে দিল যে শিশু-কিশোরীদের যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য শুধু আইন করা যথেষ্ট নয়।

তার কথায়, ‘‘শিশু-কিশোরীদের নিরাপদে রাখার গোটা ব্যবস্থাতেই যে গলদ আছে, সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। এছাড়াও যৌন নির্যাতনের শিকার কিশোরীটি গরীব এবং দলিত পরিবারের সদস্য। সামাজিক অবস্থানের দিক থেকে এই কিশোরী তাই সবচেয়ে ঝুঁকির মুখে রয়েছে।’’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন