ডার্ক মোড
Saturday, 06 July 2024
ePaper   
Logo
শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত

শ্রীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত

গাজীপুর প্রতিনিধি

ঈদ ও হাজিরা বোনাসের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ করেছে স্থানীয় রঙ্গীলা বাজারের আনোয়ারা নীট কম্পোজিটের শ্রমিকরা।

ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। ফলে বিক্ষোভ চলাকালে শিল্প পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে, শ্রমিকরা তাদের উপর চড়াও হয়। ফলে শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে শিল্প পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। দুপুর ১.৩০ ঘটিকার দিকে পুলিশের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান- আনোয়ারা নিট কম্পোজিট মিলের আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছিল।

শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলার সময়ে শ্রমিকদের একটি পক্ষ পুলিশকে লক্ষ করে ইট ছুড়তে থাকে। তাতে শিল্প পুলিশের ইন্সপেক্টর আসম আব্দুর নুরের মাথায় আঘাত লাগলে মাথা ফেটে রক্তাক্ত হয়। এছাড়া আরও ২/৩ জন পুলিশ সদস্য ওই ঘটনা সামাল দিতে গিয়ে আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান- মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙ্গিলা বাজারস্থ আনোয়ারা নিট কম্পোজিট মিলের শ্রমিকরা ঈদ ও হাজিরা বোনাসের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালালে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে। ৎ

এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। ফলে তাদের ছোড়া ইটে শিল্প পুলিশের পরিদর্শকসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন