ডার্ক মোড
Saturday, 05 October 2024
ePaper   
Logo
তাহিরপুরে বন্যার পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তাহিরপুরে বন্যার পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বন্যার পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত নামা ৪২ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ।

আজ শুক্রবার বিকালে ৬ টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের পশ্চিম পাড়ার তাহিরপুর- সুনামগঞ্জ সড়ক সংলগ্ন রক্তি নদীর পাড় থেকে পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনাটি ঘটেছে তাহিরপুর উপজেলার বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সামনে রক্তি নদীর তীরে।

এর সত্যতা নিশ্চিত করে বালিজুরী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য (মেম্বার) কামাল হোসেন বলেন, আজ শুক্রবার বিকাল ৩ টার সময় তাহিরপুর- সুনামগঞ্জ সড়ক সংলগ্ন হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সামনে রক্তি নদীর পাড়ে লাশটি দেখতে পেয়ে গ্রামবাসী আমাকে ফোনে জানায়। পরে আমি ঘটনাস্থলে যাই।

এটি গরু ছাগল না অন্য কিছু তা নিশ্চিত করার জন্য এটি কাছে গিয়ে দেখতে পাই এটি মানুষের লাশ। এ সময় এক মহিলা মোবাইল ফোনে তাহিরপুর থানা পুলিশকে জানানোর পর পুলিশ এসে ওই স্থান থেকে লাশটি উদ্ধার করে। পানি থেকে পুলিশ লাশটি উদ্ধারের পর লাশের পকেট থেকে তার এনআইডি কার্ড ও একটি মোবাল পায়। এ সময় ৮ নং ওয়ার্ডের অহিদ মেম্বার ও ৯ নং ওয়ার্ডের আজিজ মেম্বারও ছিলেন।

এ ব্যাপারে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। তবে এখনো লাশের নাম পরিচয় পাওয়া যায়নি। লাশের নাম পরিচয় ও এ ঘটনার আসল রহস্য উদঘাটনে পুলিশ মাঠে কাজ করছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন