ডার্ক মোড
Saturday, 28 December 2024
ePaper   
Logo
শ্যামনগরে ভূয়া এনজিও কর্মকর্তা পরিচয়ে কর্মী নিয়োগ দেওয়ার সময় আটক তিন প্রতারক

শ্যামনগরে ভূয়া এনজিও কর্মকর্তা পরিচয়ে কর্মী নিয়োগ দেওয়ার সময় আটক তিন প্রতারক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শ্যামনগরে আপন বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি ভ‚য়া এনজিওতে কর্মী নিয়োগ দেওয়ার সময় জাল কাগজপত্রসহ তিন প্রতারককে হাতে-নাতে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে শ্যামনগর উপজেলায় কর্মরত ডিজিএফআই এর প্রতিনিধি সার্জেন্ট মোঃ আল মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা উপজেলা সদরের নুর মার্কেট হতে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ভ‚য়া নিয়োগপত্রসহ আনুসঙ্গিক কাগজপত্র জব্দ করে আভিযানিক দল।

আটককৃতরা হলেন-সেনাবাহিনীর অবঃ ল্যান্স কর্পোরাল মোস্তাফিজুর রহমান (৪৫) তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মনশ্বর গ্রামে আহম্মদ আলীর পুত্র ও স্থানীয় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোট কুপট গ্রামে সামছুর রহমানের পুত্র ফয়সাল বাদশা (৩২) ও নওয়াবেঁকী গ্রামে আবু হেনা মোস্তফা কামালের পুত্র জিএম সেলিম আহম্মেদ(৩৫)। আটককৃতদের সেনাবাহিনীর তত্ত¡াবধানে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

ডিজিএফআই সার্জেন্ট আল মামুন জানান, ওই তিন ব্যক্তি আপন বহুমুখী ফাউন্ডেশনের নামে মাঠ কর্মী নিয়োগ দেওয়ার জন্য ৪০জনের নিকট থেকে জনপ্রতি আবেদন ফি বাবদ ২শত টাকা আদায় করেন। তাছাড়া জামানত বাবদ জন প্রতি ৪০হাজার টাকা হারে মোট ১৬লক্ষ টাকা আদায়ের পরিকল্পনা করেন। তিনি বিষয়টি জানতে পেরে পর্যবেক্ষণ অব্যাহত রাখেন।

একপর্যায়ে তাদের সকল কার্যক্রম ভ‚য়া ও প্রতারণামূলক নিশ্চিত হয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ কালিগঞ্জ সেনাবাহিনীকে অবহিত করেন। তিনি আরও জানান স্থানীয় ওই দুই ব্যক্তি গত ১বছর পূর্বে উপজেলায় সোস্যাল এন্ড কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি ভ‚য়া এনজিও পরিচালনা করে বহু মানুষের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন