ডার্ক মোড
Tuesday, 31 December 2024
ePaper   
Logo
শেরপুর ১ সদর আসনে সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী

শেরপুর ১ সদর আসনে সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী

খোরশেদ আলম,শেরপুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ১ সদর আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থী ঘোষনা করেছে জামায়াতে ইসলামী । তৃনমূলের সমর্থনে হাফেজ মো,রাশেদুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে শেরপুর শহরের হোটেল আয়সার ইলে শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের ইসলামীর এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেয়া হয়।

রাত ১০ টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফেজ মো, রাশেদুল ইসলাম। শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন করেন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল বাতেন, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো, নুরুল আমীন,সেক্রেটারি হাসানুজ্জামান, পৌর সহ সেক্রেটারি প্রভাষক মো, জাহিদ আনোয়ার, সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ। পরে শেরপুর জেলা জামায়াতের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর তৃণমূলের সমর্থনে হাফেজ মো, রাশেদুল ইসলামকে শেরপুর ১ সদর আসনের প্রার্থী ঘোষণা করেন।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর থেকে জামায়াতে ইসলামীর একক প্রার্থী নির্বাচিত হন। এ মতবিনিময় সভায় শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল ও প্রেসক্লাবের অন্যান্যসহ ছাড়াও ঝিনাইগাতী, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী উপজেলায় কর্মরত সিনিয়র সাংবাদিকগন অংশগ্রহন করেন।

এসময় শেরপুরের সার্বিক উন্নয়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নত্তোর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী রাশেদুল ইসলাম, কর্মসংস্থানের ব্যবস্তা , চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে মেডিক্যাল কলেজ স্থাপন, রেললাইন স্থাপন, সদর আসনের সকল ইউনিয়নে সমানতালে বৈষম্য বিহীন উন্নয়ন, চাঁদাবাজ, সন্ত্রাস মাদক ঘুষ ও দুর্নীতি মুক্ত শেরপুর গঠনের অঙ্গিরার করেন তিনি। তিনি বলেন জামায়াতে ইসলামী নারী উন্নয়নের বধ্যপরিকর।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন