ডার্ক মোড
Thursday, 02 January 2025
ePaper   
Logo
বেতাগীতে সড়কের ইট চুরি, আটক ৩

বেতাগীতে সড়কের ইট চুরি, আটক ৩

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনা বেতাগীতে সড়কের সরকারি ইট চুরির অভিযোগ ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে বেতাগী থানা পুলিশ। এ ঘটনায় সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ হোসনাবাদে পরিষদ ভবন সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বেরি বাঁধ সোর্লিং করা সড়কে মটি ভরাট করার জন্য আনুমানিক ২০ হাজার ইট উত্তোলন করে হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও সংশ্লিষ্ট ওর্য়াডের ইউপি সদস্য মো : মাসুদুর রহমান, সাবেক ইউ পি সদস্য বিএনপি নেতা মো : সিদ্দিকুর রহমান ইউপি ভবনের সামনে স্তুপ করে রাখে। পরে রাতের আধারে তারা ওই ইট বিক্রি করে দেয়। এ অভিযোগে ক্রেতা মো: রিয়াজ ও মো: জালালকে তিন হাজার ইট সহ তাদের আটক করে।

গত ২৮ শে ডিসেম্বর রাতে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ হোসনাবাদ গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া ইট ক্রয় করার দায়ে ক্রেতাদের আটক করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে ভারপ্রাাপ্ত চেয়ররম্যান আলতাফ হোসেন ফরাজি ও অভিযুক্ত ইউপি সদস্য মাসুদুর রহমান উপজেলা নির্বাহী অফিসারে সাথে দেখা করতে আসলে । উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত ওই ইউপি সদস্য মাসুদুর রহমানকে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় বাসিন্দা সাহেব আলী বলেন, সিদ্দিক ও মাসুদ মেম্বার এই রাস্তার ইট উঠিয়ে ইউনিয়ন পরিষদে ভবনের সামনে রাখেন, কিন্তু ভবনের সামনে রাখা সেই ইট এখন আর দেখছিনা।

হোসনাবাদ ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব ফজুর রহমান বাবুল অভিযোগ করেন, বর্তমান ইউপি সদস্য মাসুদ ও সাবেক ইউপি সদস্য সিদ্দিক রাস্তার ইট উঠিয়ে দা রাতের আধারে বিক্রি করে। এর নিন্দা জানিয়ে তিনি সঠিক তদন্ত সাপেক্ষে তাদের সুষ্ঠু বিচার দাবি করেন।

অবশ্য অভিযুক্ত ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান বলেন, রাস্তার ইট উত্তোলন করে ইউনিয়ন পরিষদ অফিসের সামনে জমা রেখেছি। তারপর ইট কি হয়েছে তা আমরা জানিনা।

এ ঘটনায় সোমবার দুপুরে হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সচিব বাদী হয়ে বেতাগী থানায় ৪ জনের বিরুদ্বে একটি মামলা দায়ের করেন। ইউপি সচিব শৈলেন চন্দ্র রায় বলেন,‘এলজিএসপি‘র আওতায় রাস্তায় ইট বিছনো হয়েছিলো। রাস্তাটি খারাপ হওয়ায় মাটি ভরাটের উদেশ্যে ইটগুলো তুলে ওই এলাকায় স্তুপ করা হয়। কিন্ত ওই দুই ইউপি সদস্য ইটগুলো রাতের আধারে বিক্রি করে। এ অভিযোগে ইওএনও স্যারের নির্দেশে ক্রেতাসহ ৪ জনের বিরুদ্ধে থানায় একটি চুরি মামলা দায়ের করছি।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো : মনিরুজ্জামান মনির বলেন, এ ঘটনায় হোসনাবাদ ইউনিয়ন পরিষদের সচিব ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ইতোমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো : বসির গাজী বলেন ‘ আমি জেনেছি হোসনাবাদ ইউনিয়নে পুরানো রাস্তার ইট দুইজন ইউপি সদস্য তুলে নিয়ে বিক্রি করে। অভিযুক্ত একজন ইউপি সদস্য আমার কাছে এসেছিলো। আমি তাকে পুলিশে সোপর্দ করি। ইট ক্রয়ের অপরাধে আরও দুইজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে, জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন