বেতাগীতে সবজির দাম কমতে শুরু করছে
মো : আরিফুর রহমান, বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগীতে বাজারগুলোতে শীতের সবজিতে ভরপুর হয়ে গেছে। বিভিন্ন প্রকার শীতকালীন সবজিতে বাজারগুলো যেন সেজে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সবজির উৎপাদন এবং সরবরাহ বেশি থাকায় সকল প্রকার সবজির মূল্য সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে। কয়েক দিন ধরে শীত বাড়ার সাথে সাথে বেড়েছে সবজির সরবারাহ। অন্যদিকে স্থানীয় পর্ষায়ে শীতের সবজির ফলনও আশাতীত হয়েছে।
এলাকায় সবজির ফলন ভালো হওয়ায় বাজারে শীতকালীন সবজির মূল্য কমতে শুরু করেছে। উপজেলার বেশ কয়েকটি বাজার সরজমিনে ঘুরে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বাজারের চাহিদা অনুযায়ী সব ধরনের সবজির সরবরাহ রয়েছে প্রচুর পরিমাণে।
বেতাগী পৌরশহরের বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচা মরিচ প্রতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে নতুন কেজি প্রতি আলু ৫০ টাকা , বাঁধাকপি ২৫ টাকা, ফুলকপি ২৫ টাকা, শীম ৩০ টাকা, করলা ৬০ টাকা পেঁয়াজ দেশি ৪৫ - ৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, টমেটো ৫০ টাকা, মূলা ২০, বেগুন ৫০- ৬০ টাকা , গাজর - ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে ।
পৌরশহরের সবজি বিক্রেতা মো : কাইউম হোসেন ( ৩০) জানান " বাজারে শীতকালিন শাক-সবজীর সরবারাহ বেশি ও সবজি উৎপাদের মৌসুম এর কারনে দাম আগের তুলনায় অনেক কমে গেছে "
সবজি ক্রয় করতে আসা আমির হোসেন ( ৪৫) বলেন, এহন তো দাম অনেক কম,সারাবছর তো এমন থাকে না সিজনে দাম কমে আবার বাড়ে। আমরা চাই বারো মাসই যেন কম থাকে "।
অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মধ্যে সয়াবিন তৈল খোলা কেজি প্রতি ৯০ - ১০০ টাকা, বোলতজাত ২ লিটার ৩৫০ টাকা, ডিম ( ফার্মের) ডজন প্রতি ১৪০ টাকা, দেশি ডিম ডজন প্রতি ২২৫- ২৩০ টাকা, খোলা আটা কেজি প্রতি -৪০ টাকা, আদা ১৪০- ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।