রাজশাহীতে প্রকৃতি ও জীবন ক্লাবের শীতবস্ত্র বিতরণ
শাহিনুর রহমান সোনা, রাজশাহী
রাজশাহী মহানগরীতে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে । রাজশাহী আকুপ্রেশার সোসাইটি ও লাইফ ন্যাচার এন্ড ইনভারমেন্ট রিসার্চ ক্লাব এর সার্বিক সহযোগিতায় ও আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মহানগরীর জাহাজ ঘাট এলাকায় রাজশাহী আকুপ্রেসার সোসাইটির সভাপতি রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠান শীতবস্ত্র বিতরণ করেন, প্রকৃতি ও জীবন ক্লাবের রাজশাহীর সমন্বয়ক সিনিয়র সাংবাদিক আবু সালে মোঃ ফাত্তাহ, রাজশাহী শিক্ষা গবেষণা পরিষদের সম্পাদক শিক্ষিকা ডাক্তার ফাহিম আরা ইতি, বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক,নাট্যকার কলিম উদ্দিন , বিশিষ্ট সমাজসেবক তাজউদ্দিন আহমেদ সেন্টু, প্রকৃতি ও জীবন ক্লাবের সম্পাদক জাফর ইকবাল ও লাইফ ন্যাচার এন্ড ইনভাইরনমেন্ট রিসার্চ ক্লাবের সাধারণ সম্পাদক রাজন আহমেদ প্রমুখ।