ডার্ক মোড
Thursday, 02 January 2025
ePaper   
Logo
আটকে পড়াদের বিষয়ে মালয়েশিয়ার রোডম্যাপের অপেক্ষায় বাংলাদেশ

আটকে পড়াদের বিষয়ে মালয়েশিয়ার রোডম্যাপের অপেক্ষায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র পেয়েও আটকা পড়া ১৭ হাজারের বেশি বাংলাদেশি কর্মীর মালয়েশিয়া প্রবেশের বিষয়ে দেশটির রোডম্যাপের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

সোমবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওসমান। এ সময় উপদেষ্টা রাষ্ট্রদূতকে এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপদেষ্টা এবং হাইকমিশনার বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ এবং নবায়নযোগ্য জ্বালানিসহ পারস্পরিক স্বার্থ এবং সম্ভাব্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন।

উপদেষ্টা রাষ্ট্রদূতকে জানান, চলতি বছরের মে মাসে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হওয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত রোডম্যাপের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ।

আগামী বছরের শুরুতে আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব নেবে মালয়েশিয়া। এজন্য পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মালয়েশিয়াকে স্বাগত জানান। উভয়পক্ষ দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্য সম্ভাব্য বিনিয়োগ এবং অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশে মালয়েশিয়ার গাড়ি উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন হাইকমিশনার।

প্রসঙ্গত, মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের শেষ দিন ছিল গত ৩১ মে। শেষ সময়ে বহু চেষ্টার পরও বিএমইটি ছাড়পত্র পাওয়া প্রায় ১৭ হাজার বাংলাদেশি দেশটিতে যাওয়ার সুযোগ পাননি।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর ঢাকা সফর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ওই সময়ে বন্ধু ইউনূসের অনুরোধে প্রধানমন্ত্রী ইব্রাহিম আটকা পড়া ১৭ হাজারের বেশি কর্মীকে মালয়েশিয়া যেতে পারবে বলে আশ্বস্ত করেছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন