ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
শেরপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

শেরপুর প্রতিনিধি

শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে লরতে প্রতিদন্ধী চেয়ারম্যান, সদস্য, ও সংরক্ষিত আসনের নারী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

(১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাহেলা আক্তারের কাছে এসব মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।

সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রুমান, মোহাম্মদ জাকারিয়া ও মোঃ ইলিয়াছ উদ্দিন।

এছাড়া সাধারণ আসনের ১ নং ওয়ার্ডে-৫ জন, ২ নং ওয়ার্ডে- ৩ জন, ৩ নং ওয়ার্ডে-৩ জন, ৪ নং ওয়ার্ডে-৫ জন এবং ৫ নং ওয়ার্ডে- ৩ জন সহ মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে সংরক্ষিত আসনে ১ নং ওয়ার্ডে- ৪ জন এবং ২ নং ওয়ার্ডে-৩ জন সহ ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কথা রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মোতাবেক ১৭ অক্টোবর শেরপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে জেলার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন