ডার্ক মোড
Thursday, 23 January 2025
ePaper   
Logo
শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে জয়পুরহাটে দো'আ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে জয়পুরহাটে দো'আ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের প্রবক্তা ও বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দো'আ মাহফিল ও আলোচনা সভা শেষে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) সকালে জয়পুরহাট জেলা সদরের শহর বিএনপির কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জয়পুরহাট শহর বিএনপির আহবায়ক মতিউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চপল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিককুল ইসলাম, জেলা তাঁতিদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, জয়পুরহাট সরকারি কলেজে সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বুলেট, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসানুজ্জামান আলম।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দো'আ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক মওলানা লোকমান হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুব আলম টুকু, তোতা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহাবুব আলম রিপন, শাহনেওয়াজ শাহী, কাজী জাহাঙ্গীর আলম, রুস্তম আলী, আনোয়ার হোসেন, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা তোফায়েল আহমেদ জুয়েল, সাবেক ছাত্রনেতা রতন ভুঁইয়া, জয়পুরহাট শহর ছাত্রদলের আহবায়ক এ কে এম গোলাম মাহফুজ শুভ, জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাইম ইসলাম, রাসেল বিশ্বাস, আরিফুল ইসলাম তিতু, আল-আমীন, মিরাজুল আনিছুর রহমান বাবু সহ জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দো'আ ও আলোচনা সভা শেষে দুপুরে জয়পুরহাট শহরের অসহায়, গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন নেতাকর্মীরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন