ডার্ক মোড
Tuesday, 07 May 2024
ePaper   
Logo
শরীয়তপেুরে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

শরীয়তপেুরে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

শরীয়তপুর প্রতিনিধি

রাতের বেলা তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হয়ে রাস্তার পাশে বসে ছিলেন ইমামুল বেপারী। এসময় তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আনু সরকার কান্দি গ্রামে এঘটনা ঘটেছে।

নিহত ইমামুল বেপারী (৩৪) আনু সরকার কান্দি গ্রামের আব্দুর রাজ্জাক বেপারীর ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইমামুল বেপারীর বাড়িতে ছোট পরিসরে একটি অনুষ্ঠান ছিল। সারাদিন কাজ শেষে রাত ৯ টার দিকে গরমে অতিষ্ঠ হয়ে বাড়ির সামনের রাস্তায় বসে বসে মোবাইলে কথা বলতেছিল ইমামুল বেপারী।

এসময় তাকে বিষধর সাপে কামড় দিলে তার চিৎকারে স্বজনরা এসে তাকে প্রথমে ওঝার কাছে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর হয়ে গেলে স্বজনরা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক হারুন অর রশীদ বলেন, সাপে কাটা রোগী ইমামুলকে অনেক দেরি করে হাসপাতালে নিয়ে এসেছিল তার স্বজনরা। রাতে আমি ও ডাক্তার অমিত তার চিকিৎসা করেছিলাম। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন