ডার্ক মোড
Sunday, 19 May 2024
ePaper   
Logo
ঝিনাইগাতীতে জমে উঠেছে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণা

ঝিনাইগাতীতে জমে উঠেছে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণা

শেরপুর প্রতিনিধি

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতীতে জমে উঠেছে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারনা। নির্বাচন কমিশনারের ঘোষিত তফসিল অনুযায়ী ৮ মে প্রথম ধাপে এ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারনায় জমে উঠেছে প্রার্থীর শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারনা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে হাট-বাজার, পাড়া-মহল্লা ও আড্ডা খানাগুলো। মাইকে নির্বাচনী গান বাজিয়ে চলছে নির্বাচনী প্রচারণা। গ্রামে-গঞ্জে হাট-বাজার পাড়া মহল্লা ও চায়ের দোকানগুলোতে প্রার্থীদের নিয়ে চলছে না না বিচার বিশ্লেষণ।

ভোটের মাঠে কোন প্রার্থী এগিয়ে আর কোন প্রার্থী পিছিয়ে এ নিয়ে ভোটার ও কর্মি সমর্থকদের মাঝে চলছে চুলচেড়া বিশ্লেষণ। এ উপজেলায় ভোটার সংখ্যা প্রায় ১লাখ ৬০ হাজার। ভোট কেন্দ্র ৫৫ টি।

এবারের নির্বাচনে এ উপজেলা থেকে ৫ জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ১২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বিএনপি সমর্থিত সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। আনারস প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্ব›িদ্বতা করছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। আওয়ামী লীগ সমর্থিত অপরপ্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একে এম সামেদুল হক ও মোহাম্মদ সোহরাওয়াদী বাহাদুর লাল, (কাপ-পিরিচ)। প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামী লীগের দুই জন প্রার্থী থাকায় বিএনপি সমর্থীত প্রার্থী আমিনুল ইসলাম বাদশা রয়েছেন এগিয়ে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন