ডার্ক মোড
Monday, 29 April 2024
ePaper   
Logo
লালমোহন জলাতঙ্ক টিকাদান কার্যক্রমের অবহিতকরন সভা অনুষ্ঠিত

লালমোহন জলাতঙ্ক টিকাদান কার্যক্রমের অবহিতকরন সভা অনুষ্ঠিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি

২০২৩ সালেল মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ভোলা জেলায় ব্যাপক হারে কুকুরকে টিকাদান (এমভিভি) কার্যক্রম ২০২২ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৩ জুন) সকালে লালমোহন উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের হলরুমে লালমোহন উপজেলাকে জলাতঙ্ক নির্মুলের লক্ষ্যে কুকুরের টিকাদান কার্যক্রমের সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানম। অবহিতকরন সভায় স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখার আব্দুর সোহরাব কবীর এই টিকা কার্যক্রম এর সকল বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, এটি আমাদের ৩য় পর্যায়ের টিকা কার্যক্রম। এই কার্যক্রমে ৩ হাজার কুকুরকে ভ্যাক্সিনের আওতায় আনা হবে। আগামী ৭ থেকে ১১ অক্টোবর মোট ৫ দিন পৌরসভায় এবং ইউনিয়নে এক যোগে ভ্যাক্সিনেশন এর কাজ শুরু করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাঃ মহাসিন খানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ, নার্স, এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সচিব ও সাংবাদিক বৃন্দ।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন