ডার্ক মোড
Sunday, 22 December 2024
ePaper   
Logo
লাকসামে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

লাকসামে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ ডিসেম্বর) লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।

অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল আমিন, সমাজসেবা কর্মকর্তা উপন‍্যাস চন্দ্র দাশ, বিএনপি নেতা নুর হোসেন, আবদুর রহমান বাদল, লাকসাম প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, লাকসাম প্রেস ক্লাবের আহ্বায়ক মনির আহমেদ, সাংবাদিক মশিউর রহমান সেলিম, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল। জয়িতাদের মধ‍্যে বক্তব্য রাখেন উমা ঘোষ ও পান্না আক্তার।

আলোচনা সভা শেষে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। সংবর্ধিত জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলইয়া গ্রামের মাইরিন মজুমদার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পৌর এলাকার পশ্চিমগাঁও পুরান বাজারের উমা ঘোষ, সফল জননী নারী উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিন ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মাহমুদা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা গ্রামের আঞ্জুমান আরা ইতি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী পৌরসভার উত্তর বাজারের পান্না আক্তার।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন