ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
লাউয়াছড়ায় পাহাড় ধস

লাউয়াছড়ায় পাহাড় ধস

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

ভারী বৃষ্টিপাতের কারণে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পাহাড় ধসে শ্রীমঙ্গল- কমলগঞ্জ সড়কে প্রায় ১২ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল।

মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে ভারী বৃষ্টিরর ফলে পাহাড় ধসে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কের দু'পাশে আটকা পড়ে প্রচুর যানবাহন।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন মঙ্গলবার ভোর রাতে ভারী বৃষ্টির ফলে টিলার ওপরের বড় একটি বাঁশেরঝাড় সড়কে উপড়ে পড়ে, এতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকালে বনবিভাগের লোকজনের সহযোগিতায় কিছু বাঁশ কেটে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের উপযোগী করা হয়।তবে বন্ধ থাকে বড় যানবাহন চলাচল। পরে সড়ক ও জনপথের লোকজন এক্সকেভেটর দিয়ে বাঁশঝাড়টি সরানোর প্রায় ১২ ঘন্টা পর এসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন