নারী ও শিশুর অধিকার সুরক্ষায় কাজ করার আহ্বান ইউজিসি’র
নিজস্ব প্রতিবেদক
নারী ও শিশুর প্রতি বিদ্যমান নেতিবাচক দৃষ্টিভঙ্গীর পরিবর্তন এবং তাদের অধিকার সুরক্ষায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাজ করার আহ্বান জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
বুধবার (১৫ জানুয়ারি) সাভারের ব্রাক সিডিএমে একটি প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ইউনিসেফ ও ইউজিসি যৌথভাবে 'সামাজিক ও আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি' শীর্ষক এ প্রশিক্ষণ আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। ইউজিসি'র ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ডিভিশনের (আইসিডি) পরিচালক জেসমিন পারভীন- এর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিসেফ-এর এসবিসি সেকশন প্রধান ব্রিজেট জব-জনসন ও একই প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার বদরুল হাসান বক্তব্য দেন।
প্রফেসর মাছুমা হাবিব বলেন, সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আচরণ পরিবর্তনে অর্জিত জ্ঞান ও দক্ষতা শ্রেণিকক্ষে প্রয়োগে তিনি শিক্ষকদের আহবান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর আনোয়ার হোসেন অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
উল্লেখ্য, ইউনিসেফ ও ইউজিসি’র যৌথ উদ্যোগে এসবিসি কার্যক্রমের আওতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে আচরণ বিজ্ঞান বিষয়ে গবেষণা পরিচালনা, কারিকুলাম ও নীতিমালা প্রণয়ন, ফেলোশিপ প্রদান, স্বল্প মেয়াদি কোর্স চালু, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন করা হবে ।
ইউজিসি'র রিসার্চ এন্ড গ্ৰান্টস ম্যানেজমেন্ট ডিভিশনের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে ২০টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষক অংশগ্ৰহণ করেন। এছাড়া, আইসিডি’র সিনিয়র সহকারী পরিচালক খন্দকার সাবাহাত রিজভীসহ ইউজিসি ও ইউনিসেফের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।