ডার্ক মোড
Thursday, 16 January 2025
ePaper   
Logo
এ কেমন শত্রুতা, কৃষকের ৫টি কুটার কুঁড়ে আগুন

এ কেমন শত্রুতা, কৃষকের ৫টি কুটার কুঁড়ে আগুন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় দুই কৃষকের কুটার কুঁড়ে শত্রুতামূলক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।

মংগলবার সন্ধ্যার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষকরা হলো বিষ্ণু খরাতী এবং দেবরঞ্জন খরাতী।

এ দুই কৃষকের পাঁচটি কুটার কুড়ে আগুন দেয়া হয়। এ কুটা বর্ষা মৌসুমে তারা গো-খাদ্যের জন্য সংরক্ষন করেছিল। এতে আর্থিক অনেক ক্ষতি না হলেও গো-খাদ্য সংকট দেখা দিবে।

এ ব্যাপারে চাঁদপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক রাধেশ্যাম হাওলাদার জানান, কৃষকের গৃহস্থালীতে খড়-কুটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা এমন নিষ্ঠুর ঘটনাটি যারা ঘটিয়েছে তারা পশুর মত অমানবিক আচরন করেছে।

বিষ্ণু খরাতি জানান, তার পক্ষে গরু পালন এখন অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে অনেক সময় খাল-বিল পানিতে প্লাবিত হয়। এসময় মাঠে-ঘাটে ঘাস ডুবে থাকে। তখন খর-কুটা গো-খাদ্যের একমাত্র সম্বল বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন