ডার্ক মোড
Thursday, 16 January 2025
ePaper   
Logo
বাউফলে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাউফলে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মূনঈমুল ইসলাম মিরাজের বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত ভাবে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার কনকদিয়া ইউপির আমিরাবাদ বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মলনে মূনঈমুল ইসলাম মিরাজ বলেন, ১৩ জানুয়ারী সকালে কনকদিয়া ইউপির ৭নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীতে থুথু ছিটানোকে কেন্দ্র করে একই বাড়ীর রুনু বেগম ও মাসুদ হাওলাদারের সাথে ঝগড়ার সুত্রপাত ঘটে। ওইদিন বিকালে উক্ত ঘটনার বিষয় নিয়ে দু'পক্ষের সাথে আলোচনা চলাকালীন সময় কিছু অজ্ঞাত পরিচয় লোকজন এসে মাসুদ হাওলাদারকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে।

তার স্ত্রী রিতা বেগম তাকে বাচাতে গেলে তাকেও মারধর করা হয়। ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। কতিপয় স্বার্থান্বেষী লোকজন সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে উক্ত ঘটনায় জড়িতদের সাথে আমাকেও আসামী করা হয়। এছাড়াও বাশের কেল্লা নামক একটি ফেইসবুক পেইজ থেকেও আমার নামে অপপ্রচার চালানো হয়েছে।

আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উপজেলা যুবদলের সদস্য তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদ মুন্না, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি কাজী মাসুদ, সমাজ সেবক মঞ্জু সরোয়ার সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন