ডার্ক মোড
Wednesday, 01 May 2024
ePaper   
Logo
লক্ষ্মীপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন

লক্ষ্মীপুরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে দিনব্যাপি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রর্দশনীর আয়োজন করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৮ এপ্রিল) সকালে জেলা আউটার স্টেডিয়াম মাঠে এই উপলক্ষে অনুষ্ঠানে আয়োজন করা হয়। ঢাকা থেকে ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর আসনের এমপি গোলাম ফারুক পিংকু।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কুমুদত রঞ্জন মিত্র, জেলা কৃত্তিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা: একে এম আমিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাহমুদা সুলতানা প্রমুখ। পরে অতিথিবৃন্দ জেলা আউটার স্টেডিয়াম মাঠে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।
শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেনে। প্রদর্শনীতে বিভিন্ন জাতের, গরু- ছাড়ল, হাঁস-মুরগী, গবাদী পশু, পশু খাদ্য ও বিভিন্ন ধরনের ওষুধ স্টল প্রর্দশন করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন