ডার্ক মোড
Saturday, 19 October 2024
ePaper   
Logo
রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন দেবে সরকার : ধর্ম উপদেষ্টা

রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন দেবে সরকার : ধর্ম উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের পলিটিক্যাল কালচার নষ্ট হয়ে গেছে, এটা পুনরুদ্ধার করতে হবে। রাষ্ট্র সংস্কারের পরই সরকার নির্বাচন দেবে বলে জানান তিনি।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে কক্সবাজার প্রেস ক্লাব ও হিলডাউন সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন উপদেষ্টা।

গত রাতে এক টকশোতে ২০২৫ সালে নির্বাচন হবে বলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে খালিদ হোসেন বলেন, নির্বাচন নিয়ে সেনাপ্রধান ও ড. আসিফ নজরুলের মন্তব্য সরকারের সিদ্ধান্ত নয়। সরকার প্রধান যতদিন নির্দিষ্ট করে বলবেন না ততদিন নির্বাচনের সময় নির্ধারিত নয়।

তিনি বলেন, একটি সরকারের পতন হয়েছে। সেই সরকারের অবশিষ্ট সময় পূরণের জন্য অন্তর্বর্তী সরকার বসানো হয়েছে। তার চেয়ে বড় কথা রাষ্ট্রের নানা সিস্টেম সংস্কার প্রসঙ্গ। সংস্কার না করে নির্বাচন দিলে রাষ্ট্র নড়বড়ই থেকে যাবে। তাই সরকার গভীর মনোযোগে সংস্কারে হাত দিয়েছে। আগামী দিনে যারা দেশ চালাবেন তাদের পথ মসৃণ করতে এসেছে এই সরকার। নির্বাচনের সংস্কৃতি বহুদিন যাবত এ দেশের মানুষ ভুলে গেছে। ভোট কাকে বলে মানুষ তা জানে না। ভোট কেন্দ্রে মানুষ যেত না।

উপদেষ্টা আরও বলেন, ভোট হলো আমানত। ভোটের মাধ্যমে একজন ভালো মানুষ নির্বাচিত হবে। আপনার ভোট আগামী দিনে আপনিই দেবেন, পছন্দের প্রার্থীকে দেবেন। জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব।

খালিদ হোসেন বলেন, বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার। আরেকটি সরকার না আসা পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এই সরকারের অগ্রাধিকার হলো রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই অর্থনীতি অর্জন, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও কিছু ক্ষেত্রে সংস্কার করা। ইতোমধ্যে কিছু সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ করে যাচ্ছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন