ডার্ক মোড
Friday, 24 January 2025
ePaper   
Logo
নকলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি রোগী বাছাই

নকলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি রোগী বাছাই

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) “বন্ধু সংগঠন” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে ও সার্বিক সহযোগিতায় পৌরশহরের চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজে দিনব্যপী এ কার্যক্রম চলে।

ময়য়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক পরিচালিত নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি রোগী বাছাই কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য রাব্বেনুর চৌধুরী, নকলা প্রাথমিক চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রের পিইসি ইনচার্জ ও রিফ্রাকশনিস্ট ডা. নাজমুস সাকিব, রিফ্রাকশনিস্ট ডা. ফারজানা আক্তার ও বন্ধু সংগঠনের রিয়াদ চৌধুরী উপস্থিত ছিলেন।

বন্ধু সংগঠন’র রিয়াদ চৌধুরী বলেন, আমাদের সংগঠনটি সবসময় জনগনের পাশে আছে, ছিলো এবং থাকবে। বিশেষ করে গরীব ও অসহায়দের জন্য কিছু করতে পারলে ভালো লাগে; এই ভালো লাগা থেকেই আমরা এমন উদ্যোগ নিয়েছি। তিনি জানান, যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না, যাদের চোখের অপারেশন ও চশমা কিনার সামর্থ নেই মূলত তাদের জন্যই আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। এ মহতী কাজের সফলতার জন্য সর্বসাধারনের দোয়া ও পরামর্শমূলক সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই কার্যক্রম চলাকালে বন্ধু সংগঠনের ফাহাদ, সানোয়ার হোসেন অভি, রনি, রিপন রুকন, রতন, টিটু, সোহাগ, হাবিব, আবু সালেহ, হাকিম ও বিল্লালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকগন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত চক্ষু রোগে আক্রান্ত শতাধিক নারী-পুরুষ রোগী উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন