ডার্ক মোড
Tuesday, 24 December 2024
ePaper   
Logo
দোহারে শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

দোহারে শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যা

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে পূর্ব শত্রুতার জেরে নাজমুল বেপারী(২৪)নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বূত্তরা। নিহত নাজমুল বেপারী রাইপাড়া ইউনিয়নের ইকরাশি গ্রামের আলী বেপারীর ছোট ছেলে। শুক্রবার সকালে উপজেলার বাশঁতলা তিন রাস্তার মোড় এলাকার তারিখ খানের মুদি দোকানের সামনে এই নৃশংস হত্যাকান্ড ঘটে।এ ঘটনায় নিহত নাজমুলের সহযোগী মিলন(৩৬) নামে এক যুবক তাকে রক্ষা করতে গেলে দূর্বৃত্তরা তাকেও মারধোর করে আহত করেন।

প্রত্যাক্ষদর্শী মিলন ও পুলিশসুত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯ টার দিকে বাশঁতলা এলাকায় তারিখ খানের দোকানে নাজমুল চা খেতে যায়। এ সময়ে মটরসাইকেলযোগে তিন যুবক এসে দোকানের ভিতর ঢুকে ধারাঁলো ছুরি ও চাপাতি দিয়ে নাজমুলকে এলোপাথারী কুপিয়ে গুরুত্বর জখম করে মটরসাইকেলযোগে পালিয়ে যায়।স্থানীয়রা গুরুত্বর জখম হওয়া নাজমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষনা করেন।সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষনিক লাশটি উদ্ধার করে দোহার থানায় নিয়ে আসেন।

নিহতের পরিবারের দাবী পূর্ব শত্রতার জেরে বাশঁতলা খেজুরতলা এলাকায় সন্ত্রাসী রনি কাইল্যা রনি(৩৫) নামের যুবক এ হত্যাকান্ড ঘটিয়েছে। রনি কাইল্যা রনি তার খালা বাড়িতে থাকেন। অনেক চেষ্টা করেও অভিযুক্ত পলাতক রনির বক্তব্য পাওয়া যায়নি। নিহতের বড় ভাই নাছির বেপারী জানান, আমি জয়পাড়া পরিবহনের যাত্রী বাসের একজন নিয়মিত ড্রাইভার। আমার জানামতে রনি কাইল্যা রনি দোহার ও নবাবগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত।আমার ছোটভাই নাজমুল এইসব বিষয়ে বিভিন্ন মানুষের কাছে বলাবলি করছিলো। তার জেরে সন্ত্রাসী রনি কাইল্যা রনি তার দলবল নিয়ে আমার ছোট ভাইটাকে কুপিয়ে হত্যা করেছে।আমি এর বিচার দাবী করছি।

এ বিষয়ে হাসপাতালে নিহত নাজমুলের মা নাছিমা বেগম তার ছেলেকে একনজর দেখতে আসলে বার বার মূর্ছা যান।এ সময়ে তিনি বিশ্বাস করেন না তার নাজমুল তাকে ছেড়ে চলে গেছে। নিহত নাজমুলের খালা জিয়াসমিন আক্তার ক্রন্দনজড়িত কন্ঠে বলেন, নাজমুলের জন্য বিদেশ থেকে ভিসা এসেছে ওয়েলডিং কাজের। সেই কাজের ট্রেনিং নিতে নাজমুল প্রতিদিন বাশঁতলা বাজার এলাকায় একটি ওয়েলডিং এর দোকানে কাজ শিখতো। সেই নাজমুলকে ওরা মেরে ফেললো। আল্লাহ তুমি এর বিচার করো।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাঊল করিম জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার বাদী নিহতের বড় ভাই নাছির বেপারী দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত শেষে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

দোহারে সেনাবাহিনীর দায়িত্বে থাকা সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার মো.জহিরুল ইসলাম জানান, পুলিশকে সহযোগিতার জন্য আমরা ঘটনাস্থলে এসেছি।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর টহল ব্যবস্থা জোরদার থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন