ডার্ক মোড
Friday, 24 January 2025
ePaper   
Logo
নরসিংদীতে বিএনপি কার্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪

নরসিংদীতে বিএনপি কার্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত দলের যুগ্ম মহাসচিব খায়াররুল কবির খোকনের বাসভবনে চেয়ারে বসা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কার্যালয়ের নিচতলায় প্রথম দফায় দুই পক্ষের সংঘর্ষ হয়। পরে রাত ৯টার দিকে আহত ব্যক্তিরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় আরেক দফা হামলার ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলা ছাত্রদল সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ ও সাবেক যুগ্ম আহŸায়ক জাহিদ হোসেনের জাপ্পি’র কর্মী-সমর্থকদের মধ্যে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতরা হলেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহŸায়ক শহরের ব্রাহ্মন্দী এলাকার জাকির হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৮), তাঁর কর্মী মিনহাজুর রহমান (২৩), ইয়াসিন আহমেদ (২৯), সানভির আলম নিবির (২৫), সাইফুল ইসলাম (২৭), জাহিদ বিন রাফি (২২), দুলাল (২৫), রিপন (২২), তৌফিক (২৭), অয়ন (২৯), শিমুল (২০), শিপন (২৫), জীবন (২০) এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামান মিয়া (২৪)।

আহত ছাত্রদল নেতা-কর্মীদের ভাষ্যে জানা গেছে, দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে নরসিংদীতে আসেন। তিনি চলে যাওয়ার পর সন্ধ্যায় চিনিশপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবনে সভা শুরু হচ্ছিল।

সামনের দিকের কিছু চেয়ারে জাহিদ হোসেনের কর্মীরা বসতে গেলে তাঁদের বাধা দেন ছিদ্দিকুর রহমান নাহিদ। এ নিয়ে বাগ্বিতÐার একপর্যায়ে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ সময় জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আহত ব্যক্তিরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে রাত ৯টার দিকে ওই হাসপাতালে ঢুকে চিকিৎসা নিতে আসা নেতা-কর্মীদের ওপর হামলা চালান ছিদ্দিকুর রহমান নাহিদের পক্ষের কর্মীরা। সেখানে অন্তত তিনজনকে কুপিয়ে আহত করা হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাসার জানান, ওই ঘটনায় ১৪ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতাল কমপ্লেক্সে ঢুকে আতঙ্ক সৃষ্টি এবং অন্তত ৩ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের একটি কক্ষে ভাঙচুরের চেষ্টাও চালানো হয়েছে।

আহত ছাত্রদল নেতা জাহিদ হোসেন বলেন, ‘দলীয় কার্যালয়ে আমাদের ওপর হামলা করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় আবারও অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের চারজনকে কুপিয়ে আহত করেছেন নাহিদ ও তাঁর কর্মীরা। অথচ বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা রাজপথে ছিলাম। আর তিনি (নাহিদ) ছিলেন জেলে। স¤প্রতি জেলা আইনজীবী সমিতিতেও তাঁর নেতৃত্বে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুই ছাত্রদল নেতার হত্যা মামলার তিন নম্বর আসামি তিনি। তাঁর বিচার করা না হলে নরসিংদীকে তিনি অপরাধের রাজ্যে পরিণত করবেন।’

হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ছিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘কার্যালয়ে সামান্য বিষয়ে কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। আমাকে আহত করা হয়েছে এমন গুজব ছড়ানোর পর আমার শুভাকাঙ্ক্ষীরা ভেবেছিলেন আমি হয়তো নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেছি। তাঁরা আমাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলেন। হামলার সঙ্গে তাঁরা জড়িত নন। যদি হাসপাতালে হামলার ঘটনা ঘটে থাকে, তাহলে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।’

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত শুক্রবার সন্ধ্যা ৬টা নরসিংদী সদর থানায় কোনো পক্ষ থেকেই কোনো অভিযোগ করেনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন