ডার্ক মোড
Sunday, 19 May 2024
ePaper   
Logo
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশী তরুণের হত্যার বিচার দাবি

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশী তরুণের হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশী তরুণের হত্যার বিচার দাবিতে জাতীয় সাংস্কৃতিকধারার ১৫৮ তম সাউন্ডবাংলা-পল্টনাড্ডা অনুষ্ঠিত হয়েছে। কলামিস্ট মোমিন মেহেদী ও কথাশিল্পী শান্তা ফারজানা নিবেদিত পুরস্কার ভিত্তিক এ আড্ডায় সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিকধারার উপদেষ্টা কবি চঞ্চল মেহমুদ কাশেম।

২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে সানবতার গান-কবিতা ও ইফতার আয়োজনে কবিতা-কথা ও গান পরিবেশনে অংশ নেন কবি বশির উদ্দিন, কবি ওয়াজেদ রানা, শিল্পী কবি বিমল সাহা, কবি মো. আবু বকর সিদ্দীক প্রমুখ। আড্ডায় যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশী তরুণের হত্যার বিচার দাবি করেছেন লেখক-কবিবৃন্দ।

আড্ডায় অতিথিবৃন্দ বলেন, জাতীয় সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশিত হচ্ছে প্রতি মাসে। পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগন লেখা পাঠাতে পারেন- সুতুনি ফ্রন্টে সড়সরহসধযধফর@মসধরষ.পড়স. জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ১০০০ হাজার টাকার বই উপহার প্রদান করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন