ডার্ক মোড
Friday, 24 January 2025
ePaper   
Logo
যুক্তরাজ্যের ব্রেক্সিট মন্ত্রীর পদত্যাগ

যুক্তরাজ্যের ব্রেক্সিট মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ মন্ত্রিসভা থেকে ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ফ্রস্ট পদত্যাগ করেছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্যের পক্ষে নেতৃত্ব দেন ডেভিড ফ্রস্ট।

প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা পদত্যাগপত্রে ফ্রস্ট লেখেন, ‘ব্রেক্সিট সম্পন্ন হয়েছে।’ তবে, করোনা বেড়ে যাওয়ায় সরকারের সাম্প্রতিক ভ্রমণ নীতিমালা নিয়ে উদ্‌বেগ জানিয়েছেন তিনি।

ডেইলি মেইল আজ রোববার তাদের প্রতিবেদনে জানায়, কোভিড উপলক্ষ্যে দেওয়া ভ্রমণ নীতিমালা নিয়ে আংশিক দ্বিমতের জেরে এক সপ্তাহ আগে পদত্যাগপত্র জমা দিয়েছেন ডেভিড ফ্রস্ট। তবে, পদত্যাগপত্র হস্তান্তর করলেও, নতুন বছর পর্যন্ত থাকতে রাজি হন।

ডেভিড ফ্রস্টের উদ্দেশে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘এ দেশ ও সরকারের জন্য আপনার যে ঐতিহাসিক কাজ, তার জন্য আমার গর্বিত হওয়া উচিত।’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন