ডার্ক মোড
Friday, 27 December 2024
ePaper   
Logo
যতবার বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, ততবার বিএনপি সরকার গঠন করেছে: এবিএম মোশাররফ

যতবার বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, ততবার বিএনপি সরকার গঠন করেছে: এবিএম মোশাররফ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ’যতবার বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, ততবার বিএনপি সরকার গঠন করেছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দলীয় সরকারের অধীনে দেশে আর কোন জাতীয় নির্বাচন হবেনা, নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এছাড়া দুই বারের বেশী কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে আমাদের নেতা তারেক রহমান প্রস্তাবনা দিয়েছেন।’ বৃহস্পতিবার শেষ বিকেলে পটুয়াখালীর কলাপাড়া শহীদ মিনার মাঠে পৌর বিএনপি আয়োজিত এক গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ এসব কথা বলেন।

পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক’র সভাপতিত্বে এবিএম মোশাররফ আরও বলেন,’ আওয়ামীলীগ গত ১৫ বছর বাংলাদেশটাকে শোষন, লুটপাট করেছে। শেখ হাসিনার শাসন আমলে মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। সব এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউপি চেয়ারম্যান ছিল শেখ হাসিনার। কিন্তু তারাও শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি, দেশ থেকে তাঁকে পালিয়ে যেতে হয়েছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে পালিয়ে যাননি। তিঁনি আমাদের বলেছিলেন তিঁনি মারা গেলে শহীদ জিয়াউর রহমানের পাশে কবর দিতে।’

মোশাররফ বলেন, ’বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনের কেমন বাংলাদেশ দেখতে চান, সেজন্য তিনি রুপরেখা দিয়েছেন। তারেক রহমান ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠন করতে চান। সে লক্ষ্যে বিএনপি সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা দিয়েছে। আর কোন রাজনৈতিক দল দেয় নাই।’

অনুষ্ঠানে বিশেস বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কামরুজ্জামান খোকন, সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমূখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন