ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
মৌলভীবাজার পুলিশের আয়োজনে কেরাত প্রতিযোগিতা

মৌলভীবাজার পুলিশের আয়োজনে কেরাত প্রতিযোগিতা

মৌলভীবাজার প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে কেরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল ১৭ মার্চ রবিবার মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে এই কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিনের সঞ্চালনায় উক্ত কেরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। জেলা পুলিশ আয়োজিত এই কেরাত প্রতিযোগিতায় জেলার ৭ উপজেলা থেকে মোট ১৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। কেরাত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুন নূর আনোয়ারী,চুবড়া রায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ আব্দুল মুকিত,সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শেখ মুহাম্মদ শাহ আলম।

প্রতিযোগিতা ফলাফলে জেলার কুলাউড়া উপজেলার খাদিজা মেহজাবিন প্রথম, শ্রীমঙ্গল উপজেলার হাদী মোস্তফা হাসনাইন দ্বিতীয় এবং মৌলভীবাজার সদর উপজেলার সামিউল ইসলাম সাজিম তৃতীয় স্থান অধিকার করে। পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদেরকেও বিশেষ উপহার এবং উপস্থিত ৫০ মাদ্রাসা শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেন।

কেরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ ফারুক আলম সহ মৌলভীবাজার জেলা পুলিশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দগন উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন