ডার্ক মোড
Tuesday, 07 May 2024
ePaper   
Logo
মৌলভীবাজার একাটুনা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

মৌলভীবাজার একাটুনা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

(১১ মে) বৃহস্পতিবার একাটুনা ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি সদস্য ইমন তরফদার'র সঞ্চালনায় উক্ত বাজেট ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু সুফিয়ান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন।

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে প্রধান বাজেট বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফ উদ্দিন।

আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান বলেন, ইউনিয়নবাসীর ট্যাক্স এর মাধ্যমে ইউনিয়নে অনেক উন্নয়ন করা সম্ভব। আপনারা সকলেই সময়মতো কর পরিশোধ করবেন। তাহলে সরকারের উন্নয়নের পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমেও আপনাদেরকে আরো উন্নত সেবা দিতে পারবো।

জানা যায়, ২০১১ইং সালে একাটুনা ইউনিয়ন পরিষদে প্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত আবু সুফিয়ান।

বাজেট সভায় তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় ব্যাক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক,প্রবাসী সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন