মোরেলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, দুইটি ড্রেজার মেশিন জব্দ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃনাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দৈবজ্ঞহাটি ইউনিয়নে অবৈধভাবে বালু তোলার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।মেশিনগুলোর পাইপ ভেঙে ফেলা হয়েছে এবং পরবর্তীতে সেগুলো নিলামে বিক্রি করা হবে।
এছাড়াও তিনি আরও বলেন,বালুমহাল ব্যাতীত বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। তাই যে কোন এলাকায় কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে প্রশাসনকে অবহিত করার জন্য বিশেষ অনুরোধ করেন তিনি।