ডার্ক মোড
Tuesday, 07 May 2024
ePaper   
Logo
মোখা মোকাবিলায় লক্ষ্মীপুরে প্রস্তুত হচ্ছে ১৮৫ টি আশ্রয়ণ কেন্দ্র

মোখা মোকাবিলায় লক্ষ্মীপুরে প্রস্তুত হচ্ছে ১৮৫ টি আশ্রয়ণ কেন্দ্র

লক্ষ্মীপুর প্রতিনিধি

ঘূর্ণিঝড় মোখার আঘাত থেকে জানমালের নিরাপত্তায় জন্য লক্ষ্মীপুরে প্রস্তুত করা হচ্ছে ১৮৫ টি আশ্রয়ণ কেন্দ্র। এরই মধ্যে উপক‚লীয় উপজেলাগুলোতে মোখা মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১১ মে) জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নিতে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুরএ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা ইউনুছ মিয়াসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুছ মিয়া বলেন, বিপদ সংকেত জারি হলে এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করা হবে। এ ছাড়া জেলা ত্রাণ ও পুনবার্সন সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরকে নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। বর্তমানে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের যে গতিপথ রয়েছে, তা পরিবর্তন না হলে আপাতত ঘূর্ণিঝড় ল²ীরে আঘাত হানার আশঙ্কা নেই। তবে ঝড়ের প্রভাবে হালকা বাতাস ও ভারী বৃষ্টি হতে পারে। ১৩ মে থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য জেলায় ১৮৫ টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে, যাতে পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন সেখানে আশ্রয় নিতে পারেন। এ ছাড়া ৬৪ টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। দূর্যোগ মোকাবেলার জন্য ৪২০ মে: টন চাউল, নগদ ৮ লাখ টাকা জিআরও ক্যাশ মজুদ রয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশাসনসহ সকল শ্রেণী পেশার মানুষকে সর্তক ও প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।

তিনি বলেন, সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে। আবহাওয়া অফিসের মাধ্যমে ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন