ডার্ক মোড
Sunday, 08 September 2024
ePaper   
Logo
মালয়েশিয়ায় অভিযান : ৩২ বাংলাদেশি গ্রেপ্তার, রয়েছেন ২৯ নারীও

মালয়েশিয়ায় অভিযান : ৩২ বাংলাদেশি গ্রেপ্তার, রয়েছেন ২৯ নারীও

প্রবাস ডেস্ক

মালয়েশিয়ার জেলেবুতে অভিযান চালিয়ে ১০২ জন বিদেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির প্রশাসন। এদের মধ্যে ৩২ জন বাংলাদেশি ও ২৯ জন নারী রয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু হয় এ অভিযান। প্রায় ২৩ ঘণ্টা অভিযান চালিয়ে এসব অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং।

তিনি বলেন, নির্মাণ সাইট, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ, দোকান এবং আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০২ বৈধ কাগজপত্রহীন বিদেশি কর্মীকে আটক করা হয়। এদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ২৬ জন ইন্দোনেশিয়ান, ২০ জন থাই, ১৩ জন চীনা নাগরিক, পাঁচজন ভারতীয়, পাঁচজন পাকিস্তানি এবং একজন মিয়ানমারের নাগরিক।

আটকদের মধ্যে ২৯ জন নারীও ছিলেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩, অভিবাসন বিধি ১৯৬৩ এবং পাসপোর্ট আইন ১৯৬৬ এর অধীনে অপরাধের জন্য তদন্ত করা হবে। আটককৃতদের লেংগেং-এর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন