মার্কিন পররাষ্ট্র দপ্তরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্মারকলিপি
যুক্তরাষ্ট্র ব্যুরো
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বাংলাদেশে দলের নেতা-কর্মী এবং অসহায় নাগরিকদের নিরাপত্তায় মার্কিন হস্তক্ষেপের আহ্বান জানিয়ে গত সোমবার পররাষ্ট্র দপ্তরে স্মারকলিপি দিয়েছে। তার আগে প্রতিবাদ সমাবেশ করা হয়। অসাংবিধানিক অনির্বাচিত অন্তর্বর্তী সরকার গত ৫ আগস্ট থেকে সারা দেশে সহিংসতা দমনে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের সামনে এ সমাবেশ করা হয়েছে। পরে যে স্মারকলিপি দেওয়া হয় তাতে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা’র প্রসঙ্গটিও উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয়ে বাংলাদেশ ডেস্কের পদস্থ কর্মকর্তা সিয়েরা ডেহমন্ড যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।
এ সময় অন্য নেতা-কর্মীরাও ছিলেন। সমাবেশের স্লোগান ছিল ‘স্ট্যান্ড উইথ হাসিনা’, ‘লং লিভ হাসিনা’, ‘উই আর ফর হাসিনা’, ‘স্টপ কিলিং ইন বাংলাদেশ’, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু ইত্যাদি।
হোয়াইট হাউসের সামনের সমাবেশেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, ডা মাসুদুল হাসান, হিন্দাল কাদির বাপ্পা, সোলায়মান আলী, দরুদ মিয়া রণেল, ফরিদ আলম, তরিকুল হায়দার চৌধুরী, শরিফ কামরুল আলম হীরা, নুরল আফছার সেন্টু, সাহানারা রহমান, পান্না, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, রফিকুর রহমান, এমদাদ চৌধুরী, সাহী নাজমুল, মাহমুদুন নবী বাকী, শেখ সেলিম, জি আই রাসেল, আজাদ, তাপস, ইকবাল ইউসুফ, মমতাজ শাহনেওয়াজ, ইকবাল, কিবরিয়া, শেখ জামাল হোসেন, সেবুল মিয়া, ড. জাহিদ, হুমায়ূন আহমেদ, মাহী, হাসান, রাজুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এতে বস্টন, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসিসহ আশপাশের নেতা-কর্মীরা অংশ নেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
January 2025
2027
2026
2025
2024
2023
Jan
Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31