ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
বেতাগীসহ উপকূলজুড়ে গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

বেতাগীসহ উপকূলজুড়ে গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনার বেতাগীসহ উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কনকনে ঠাণ্ডার সঙ্গে বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। পুরো উপকূল জুড়ে ঘুমোট আবহাওয়া বিরাজমান। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হচ্ছেন না সাধারণ মানুষ।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে উপকূলের আকাশ জুড়ে দেখা যায় ঘন কালো মেঘ। সকাল থেকে দুপুর ৩ টা তিনটা পর্যন্ত একটানা গুরি গুড়ি বৃষ্টি হয় বেতাগীসহ অধিকাংশ উপকূলীয় অঞ্চলে।

ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে পুরো উপকূল জুড়ে। সূর্যের আলো দেখা যাচ্ছে না পথঘাট অন্ধকারাচ্ছন্ন ও কুয়াশার চাদরে মোরা। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার স্থানীয় কৃষক, নিম্নআয়ের মানুষ, গাড়ি চালক ও দিনমজুর।

বেতাগী পৌরসশহরের রিকশা চালক বাহাদুর জানান, "আজকে আবহাওয়া ভালো না শীত আর বৃষ্টি মানুষ রাস্তায় বের হয় নাই বেশি এজন্য আইজ ইনকামও কম প্রতিদিন ৭০০ - ৮০০ টাকা হলেও আইজ মনে হয় ৫০০ র বেশি হইবে না "

আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। পটুয়াখালীর অনেক স্থানে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা।

গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলেরা পড়েছেন বিপদে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন