বিরামপুরে শীতার্তদের মাঝে ডাঃ জাহিদ হোসেনের কম্বল ও শীতবস্ত্র বিতরণ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশব্যাপী দুস্থ শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের আয়োজনে পৃথকভাবে বিরামপুর বড়মাঠে পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় এবং পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটকপুর দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেলের সঞ্চালনায় দুস্থ শীর্তাতদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
২১ ডিসেম্বর, শনিবার বিকালে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এ সকল শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন। পৃথক অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপি’র সদস্য ও নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কি, দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক পৌর কাউন্সিলর জোবয়াদুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী সহ উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।